সাদা তেল, নুন, জোয়ান, কালোজিরে দিয়ে ময়দা মেখে নিন।

এতে অল্প বেকিং পাউডার, বেকিং সোডা ও চাটমশলা মেশান।

ময়দার মণ্ড থেকে লেচি কেটে রুটি মতো বেলে নিন।

ছুরি দিয়ে বরফি আকারে নিমকি কেটে নিন।

কাঁটা-চামচ দিয়ে নিমকির গায়ে ফুটো করে দিতে পারেন।

বেকিং ট্রে-তে মাখন বা তেল ব্রাশ করে নিন।

বেকিং ট্রে-তে এবার নিমকিগুলো সাজিয়ে দিন।

প্রি-হিট করে নেবেন। তারপর ট্রে-টা মাইক্রোওভেন ঢুকিয়ে দিন।

১০ মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে নিমকি।