বাসি চিকেন কারি ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন রোল।
প্রথমে মুচমুচে করে পরোটা বানিয়ে নিন। একটু পাতলা করে ভাজবেন।
চিকেন কারি থেকে চিকেনগুলো বেছে নিয়ে নিন। গ্রেভিটা নেবেন না।
চিকেনগুলো কুচিয়ে নিন কিংবা ছাড়িয়ে নিন।
শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিন।
পরোটার মধ্যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে লম্বা করে দিয়ে দিন।
এর সঙ্গে দিন লেবুর রস আর চিকেনের কুচি।
ছড়িয়ে দিন টমেটো সস আর গ্রিন চিলি সস।
রোল করে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন রোল।