গরম ভাতে দারুণ লাগে দই বেগুন, নিরামিষ রেসিপিটি জানেন?

12 October 2023

বেগুন খেলে অনেকেরই অ্যালার্জির সমস্যা হয় তেমনই অনেকেই বেগুন দেখলে তিতিবিরক্ত হন। মোটেই মুখে দিতে চান না। তবে গরম ভাতে বোঁটাওয়ালা বেগুন ভাজা খেতে লাগে দারুণ, তেমনই খিচুড়ির সঙ্গে যোগ্য সঙ্গ দেয় বেগুনি

আর বেগুন দিয়ে একাধিক রান্নাও করা যায়। মাছের তেলের চচ্চড়ি বানাতে বেগুন, পাঁচমেশালি তরকারিতে বেগুন, বেগুন দিয়ে মাছের ঝোল, বেগুন পোড়া কত কিছুই আছে

তবে বেগুন দিয়ে নিরামিষ পদ রান্না খুব কমই হয়। আর সেই সব রান্না খেতে খুবই ভাল হয়। পুজোয় অনেকেরই বাড়িতে নিরামিষ হবে। এই নিরামিষের দিনে বানিয়ে নিন এই দই বেগুন, খেতে হবে খাসা

প্রথমে বেগুন মোটা করে চাকা চাকা কেটে নিতে হবে। বেগুনে নুন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চিনি, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ময়দা দু চামচ দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে

এরপর এক চামচ আদাবাটা দিয়ে আবারও বেগুন ম্যারিনেট করে নিন। কড়াইতে দু চামচ সরষের তেল দিয়ে ভেজে নিতে হবে। মশলা আর ময়দার কোটিং থাকায় বেগুন ভেজে খেতে খুবই ভাল লাগে, আঁচ কমিয়ে ভেজে নিতে হবে

কড়াইতে আবার সরষের তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদাবাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিয়ে একটু জল দিন। স্বাদমত নুন-চিনি লাগবে

প্রয়োজন মতো জল দিয়ে মশলা কষিয়ে তা ভেজে রাখা বেগুনের উপর ছড়িয়ে দিন। একবাটি টকদই নিয়ে চাটমশলা, নুন, চিনি, সামান্য লঙ্কাগুঁড়ো মিশিয়ে বিট করে নিন, অল্প ধনেপাতা কুচিও মেশান

এবার তা বেগুনের উপর ঢেলে ভাল করে মিশিয়ে ১০ মিনিট বেক করে দিন। এভাবে তৈরি হয়ে যাবে দই বেগুন। গরম ভাতে এই দই বেগুন খেতে খুবই ভাল লাগে