চটজলদি খাবার গরম করতে মাইক্রোওয়েভই ভরসা।

কিন্তু সব ধরনের খাবার মাইক্রোওয়েভে গরম করা যায় না।

এমন বেশ কিছু খাবার রয়েছে, যা মাইক্রোওয়েভে গরম করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

এমনকী সেই খাবারে মাইক্রোওয়েভে গরম করার পর বিষের সমান হয়ে ওঠে।

বেঁচে যাওয়া মাটন পরদিন সকালে মাইক্রোওয়েভে গরম করে খাবেন না।

এমনকী মাছের তৈরি কোনও পদই মাইক্রোওয়েভে পুনরায় গরম করা উচিত নয়।

ডিম সেদ্ধ বা ভাজা কোনওটাই মাইক্রোওয়েভে গরম করে খাবেন না।

শাকের তৈরি কোনও পদও মাইক্রোওয়েভে পুনরায় গরম করবেন না।

এছাড়া রাতের বেঁচে যাওয়া পিৎজা মাইক্রোওয়েভে গরম করবেন না।