৬২ বছর বয়সেও দক্ষিণী সুপারস্টার নাগার্জুন ফিট। সঙ্গে খাদ্যপ্রেমীও।বিরিয়ানি তাঁর সবচেয়ে প্রিয় খাবার।
প্রতিদিনের ডায়েট শুরু হয় তাঁর ডিমের সাদা অংশ আর পাউরুটি দিয়ে।
সুপারফিট তারকা ব্রেকফাস্টের পর আর একটি মিড-মিল নেন। যাতে ফল আর ইডলি বা ধোসা থাকে
৪ রকমের সব্জি সহ ভাত বা রুটি খান লাঞ্চে
টাটকা ফল দিয়ে সারেন বিকেলের খাওয়া।
গ্রিল চিকেন আর সেদ্ধ সব্জি দিয়ে ডিনার সারেন নাগার্জুন।