বাচ্চার সর্দি-কাশি হলে টক জাতীয় কোনো ফল খাওয়াবেন না
সর্দি-কাশি হলে গরুর দুধ খাওয়াবেন না। দুগ্ধজাত খাবার যেমন চিজ, পনির অথবা সোয়া মিল্ক খাওয়াতে পারেন।
শিশুদের ঠান্ডা লাগলে চিনি অথবা মিষ্টি খাবার খাওয়াবেন না
দই শরীর ঠান্ডা করে। কাজেই সর্দি-কাশি বা ফুসফুসে সংক্রমণ হলে দই খাওয়াবেন না
লাউ, শসা, উচ্ছে, করলা ও কুমড়া শরীর ঠান্ডা করে। বাচ্চার ঠন্ডা লাগলে এই সবজিগুলো খাওয়াবেন না