দাঁত কিন্তু আমাদের মুখের সৌন্দর্যকে ধরে রাকে

অনেকেরই দাঁতে হলুদ ছোপ থাকে

যা বাজে দেখায়। জানেন কি এমন কিছু খাবার রয়েছে যা খেলে দাঁতে হলুদের সমস্য়া হয়

অত্যধিক চা বা কফি খেলে দাঁত হলুদ হয়

 ব্ল্যাক কফি খেলে এই সমস্যা বেশি হয়

অত্যধিক কার্বোনেটেড পানীয় খেলেও এই সমস্যা হতে পারে

 আঙুর বা ডালিমের রস খেলেও দাঁত হলুদ হয়ে যায়

টমেটো সস, সয়া সসেও এই সমস্যা হতে পারে

আচার ও ভিনিগার খেলেও দাঁত হলুদ হয়