Fill in some text
চলছে ব্রেস্টফিডিং উইক। যে সব মায়েরা স্তন্যপান করাচ্ছেন, তাঁরা কোন কোন খাবার ছুঁয়েও দেখবেন না, তা জানুন
ভুলেও কখনও সামদ্রিক মাছ ও খাবার খাবেন না। এতে শিশুর স্বাস্থ্যের উপর বাজে প্রভাব পড়ে।
স্তন্যপান করানো সময়কালে অ্যালকোহল এড়িয়ে চলুন
পিনাট খেলে অনেকের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। ক্ষতি হতে পারে শিশুর স্বাস্থ্যেও।
শিশুকে ব্রেস্টফিড করানোর সময় স্পাইসি ও জাঙ্কফুড খাবেন না।
চকোলেট ও কফি যতটা সম্ভব এড়িয়ে চলুন।