মোটামুটি ৪৫ মিনিট থেকে আরম্ভ করে দু’ ঘণ্টার মধ্যে সাঁতার কাটলেই চলবে।

ব্যাগেলে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। প্রোটিনের জন্য পিনাট বাটার ব্যবহার করতে পারেন।

খুব বেশি খিদে পেয়ে গেলে তখনই খেয়ে নিন খালি পেটে থাকবেন না।   সেই সঙ্গে জল খেতে ভুলবেন না যেন!

স্যুইমিংয়ের পর দরকার ভারী খাবার। চিকেন, পাস্তা, ভাত, কারি খেতে পারেন।

কলায় রয়েছে পর্চুর পরিমাণে পটাসিয়াম। শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে

সাঁতারের আগে ও পরে ডিম খেতে পারেন। জলের নিচে শরীর থেকে অনেক শক্তি ক্ষয় হয়।সেই শক্তি বৃদ্ধি করতে ডিম খাওয়া জরুরি।

প্রত্যেক সাঁতারুদের খুব কম মাত্রায় ক্যাফাইন খেতে পারেন।