পিত্তথলি বা গলব্লাডারে স্টোন একটি অতি পরিচিত সমস্যা

পিত্তথলিতে দিনের পর দিন যদি পিত্ত জমতে শুরু করে তাহলে গলব্লাডারে কোলেস্টেরলের মাত্রা বাড়ে

সময়ের সঙ্গে সঙ্গে সেখান থেকে পাথর তৈরি হয়

জীবনযাত্রায় খানিক পরিবর্তন আনলে এই সমস্য়াকে ঠেকানো সম্ভব। জানুন কী করবেন...

রোজকার খাবারের মধ্যে অবশ্যই গোটা শস্য রাখতে হবে। ওটস,কর্নফ্লেক্স, ডালিয়া এসব বেশি করে খান

 নিয়মিত বেশি করে শাকসবজি খান

ভিটামিন C সমৃদ্ধ ফল খান। এতে গলব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনা কমে

ভাজাভুজি জাতীয় খাবার একেবারে এড়িয়ে চলুন