তীব্র তাপপ্রবাহের ফলে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি

এমন কিছু খাবার রয়েছে যা  হিট স্ট্রোকের আশঙ্কা হ্রাস করে

 সবার আগে বেশি করে জল খান। যাতে শরীরের আর্দ্রতা বজায় থাকে

একজন প্রাপ্তবয়স্ক মানুষকে ২৪ ঘন্টায় অন্তত ৩ লিটার জল খেতেই হবে

বেশি করে গরমের ফল তরমুজ, আখ, শসা, আনারস খান

কাঁচা লাউ ও ঝিঙের রস খান এতে পেট ঠান্ডা থাকে

বেশি করে ডাবের দল খান। ও ভাজাভুজি এড়িয়ে চলুন

 শরীরে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের অভাব যাতে না হয় খেয়াল রাখুন

 তাই ডিমের সাদা অংশ, টক দই, বাদাম ইত্যাদি খান