গরমকাল মানেই মন ভরে আম খাওয়া

 তবে আম খাওয়ার সময় মাথায় রাখতে হবে কিছু বিষয়

এমন কিছু খাবার রয়েছে যা আম খাওয়ার পরে খেলে হতে পারে বিপদ

আম  খাওয়ার পরই জল খাবেন না। এতে পেট ব্যথা হতে পারে

আমের পর খাওয়া চলবে না দই। এতে সর্দি ও অ্য়ালার্জির আশঙ্কা থাকে

করোলা শরীরের জন্য উপকারী হলেও আমের পরে একেবারেই নয়

এতে বমি, মাথা ব্যথা এমনকী শ্বাসকষ্টের সমস্যা পর্যন্ত হতে পারে

আম খাওয়ার পর মরিচ যুক্ত খাবার এড়িয়ে চলুন

এতে ত্বকে চুলকানির মতো সমস্য়া দেখা দিতে পারে