শরীর কে ঠান্ডা রাখার পাশাপাশি একাধিক উপকারে লাগে টক দই
এই জন্যই গরমে এক বাটি করে টক দই খাওয়ার চল রয়েছে বহু বাড়িতে
কিন্তু জানেন কি এমন কিছু খাবার রয়েছে যা টকদইের সঙ্গে খেলে হিতে বিপরীত হতে পারে?
ভাজাভুজির সঙ্গে একদম নয় টকদই
মাছের সঙ্গেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন
পেঁয়াজের সঙ্গে তো একেবারেই চলবে না
আমের সঙ্গে টকদই খেলেও হজনের সমস্যা হতে পারে
চা-কফির সঙ্গেও এই খাবার মোটেই চলবে না