গরম পড়তে ঘন ঘন ঠান্ডা বিয়ারে চুমুক দিচ্ছেন? সঙ্গে কী খাচ্ছেন?
এমন বেশ কিছু খাবার রয়েছে, যা বিয়ারের সঙ্গে খাওয়া উচিত নয়।
বিয়ারের সঙ্গে বাদাম খেতে পছন্দ করেন? এটা স্বাস্থ্যের জন্য ভাল নয়।
বিয়ারের সঙ্গে বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন। এতে পেটের গোলমাল হতে পারে।
লেবু জাতীয় কোনও ফল বিয়ারের সঙ্গে খাবেন না। এতে অম্বল হতে পারে।
এমনকী বিয়ারের সঙ্গে চকোলেট খেলেও গ্যাস-অম্বল হতে পারে।
যে সব খাবারে চিনির পরিমাণ বেশি, সেগুলোও এড়িয়ে যাওয়াই ভাল।