আজকাল কর্মব্যস্ত জীবনে একদিন বাজার করে সারা সপ্তাহ চালানোর অভ্যাস
তবে জানেন কি এমন কিছু খাবার রয়েছে যা ফ্রিজে রাখলে হারাতে পারে পুষ্টি গুণ
এই তালিকায় রয়েছে কোন সব খাবার? দেখে নেওয়া যাক
পাঁউরুটি ফ্রিজে রাখলে হারায় পুষ্টিগুণ
ফ্রিজে রাখা চলবে না আলুও
চকোলেট ফ্রিজে রেখে খেলে হজমের সমস্য়া হয়
মধু, আদা, ইত্যাদিও ফ্রিজে রাখার দরকার নেই
কফি পাউডার অনেকেই ফ্রিজে রেখে দেন। এই অভ্যাসও ত্য়াগ করুন