09  December 2023

 ইস্টবেঙ্গলকে পথ দেখাচ্ছেন ত্রিশা, কীভাবে তাঁর উত্থান?

credit: Facebook

TV9 Bangla

খেলাধূলোয় মেয়েরাও কোনও অংশে কম নয়, তাঁরাও কোনও দিক থেকে পিছিয়ে নেই। তা বারবার প্রমাণ করে ভারত। পিছিয়ে নেই বাংলাও।

বাংলার হয়ে ফুটবলের মঞ্চে নজর কাড়ছে মহিলা ইস্টবেঙ্গল দল। একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিচ্ছে এই দল।

আর এই দলকে পথ দেখাচ্ছেন ত্রিশা মল্লিক। জয় এনে দিচ্ছেন ইস্টবেঙ্গলকে। মহিলাদের ইস্টবেঙ্গল দলের অধিবনায়ক ত্রিশা।

সম্প্রতি মহমেডানের বিরুদ্ধে সাত গোলে জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। কলকাতা লিগে ২ গোলে হারতে হয়েছিল লাল-হলুদের ছেলেদের।

আর কন্যাশ্রী কাপে ছেলেদের সেই কাপের বদলা নিয়েছে ত্রিশার দল। কন্যাশ্রী কাপে বরাবরই ভাল দল গড়ে ইস্টবেঙ্গল। আর এবারেও দুরন্ত ছন্দে মশাল বাহিনী।  

ইস্টবেঙ্গলের এই সাফল্যের পিছনে রয়েছে ত্রিশা। এটাই তাঁর অধিনায়ক হিসেবে প্রথম মরসুম। শুরুতেই সাফল্য পেয়ে খুশি ত্রিশা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "প্রথম বার সাফল্য পেয়ে ভালোই লাগছে। আমার দলের স্ট্রাইকাররা কামাল করেছে।"

বয়স বেশি নয়। তবে তাতে কী! এই বয়সেই বাজিমাত করছেন ত্রিশা। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও নজর দিচ্ছেন।