27 December 2023
৩৮ এও সুপারহিট রোনাল্ডো, হারালেন মেসিকে
Credit -
X
TV9 Bangla
বয়স শুধু সংখ্যামাত্র, তা তিনি প্রতিনিয়তই প্রমাণ করে চলেছেন। তিনি আর কেউ নন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
৩৮-র গণ্ডি পার করলেও, পর্তুগিজ তারকা কিন্তু স্বমহিমায় পায়ের জাদু দেখিয়ে চলেছেন। ফের একবার জ্বলে উঠলেন তিনি।
তাঁর ক্লাব আল নাসরের হয়ে আল ইত্তিহাদের বিরুদ্ধে জোড়া গোল করলেন রোনাল্ডো। এই জোড়া গোলের সুবাদে তাঁর দল ইত্তিহাদকে ৫-২ স্কোরলাইনে হারায়।
পাশাপাশি রোনাল্ডো নিজেও এই ক্যালেন্ডার বর্ষের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। ২০২৩ সালে রোনাল্ডো এখনও পর্যন্ত দেশ ও ক্লাব মিলিয়ে ৫৩টি গোল করে ফেলেছেন।
পিএসজি তারকা কিলিয়ান এমব্যাপেকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন সিআরসেভেন। এমব্যাপের ঝুলিতে রয়েছে ৫২ গোল।
শুধু তাই নয়, ব্রায়ান মিউনিখ তারকা হ্যারি কেনকে হারিয়ে শীর্ষে এখন পর্তুগিজ তারকা। চলতি বছরে কেনের ঝুলিতে রয়েছে ৫২ গোলের রেকর্ড।
আল নাসেরর সোশ্যাল মিডিয়া পেজ থেকে রোনাল্ডোর এই রেকর্ডের জন্য শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে।
একটি ভিডিয়োর মাধ্যমে রোনাল্ডোকে শুভেচ্ছা জানিয়েছে সৌদি আরবের ক্লাবটি। নতুন বছরে হলুদ জার্সিতে আরও চমক দেখানোর অপেক্ষায় সিআরসেভেন।
আরও পড়ুন