উয়েফার বর্ষসেরা ফুটবলার আর্লিং হালান্ড

1 September 2023

Pic credit -   Twitter

উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন আর্লিং হালান্ড। পুরস্কার জয়ের দৌড়ে ম্যাঞ্চেস্টার সিটির তারকা ছিলেন প্রথম তিনে। অবশেষে তাঁর হাতেই উঠল পুরস্কার।

মোনাকোর গ্রিমাল্ডি ফোরামে হালান্ডের হাতে পুরস্কার তুলে দেয় উয়েফা। ২০২২-২৩ মরসুমে প্রিমিয়র লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ ট্রেবল জেতেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২২-২৩ মরসুমে ৫২টি গোল করেন।

৫৩টি গোলের মধ্যে প্রিমিয়র লিগে হালান্ডের গোলসংখ্যা ৩৬। প্রিমিয়র লিগে অ্যালান শেয়ার এবং আন্দ্রে কোলের গোলে রেকর্ড ভেঙে দেন তিনি। ম্যান সিটির জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি

উয়েফার বর্ষসেরা কোচের পুরস্কার গিয়েছে পেপ গুয়ার্দিওলার ঝুলিতে। তাঁর তত্ত্বাবধানে ২০২২-২৩ মরসুমে ট্রেবল জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি। এই পুরস্কার জয়ের প্রবল দাবিদার ছিলেন তিনি

মেয়েদের ফুটবলে উয়েফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। বার্সেলোনার হয়ে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা বিশ্বকাপ জিতেছেন বোনমাতি

ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে খেলেন আইতানা বোনমাতি। মেয়েদের ফিফা বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ফুটবলারা নির্বাচিত হন তিনি। এই মরসুমটি বোনমাতির কেরিয়ারে স্মরণীয় হয়ে থাকবে

সর্বাধিক তিন বার উয়েফার বর্ষসেরা পুরস্কার জয়ের নজির রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৩/১৪ মরসুমে প্রথমবার উয়েফার বর্ষসেরা হন সিআর৭। এরপর ২০১৫/১৬ এবং ২০১৬/১৭ পরপর দু'বছর পুরস্কার ওঠে তাঁর হাতে

গত মরসুমে উয়েফার বর্ষসেরা পুরস্কার ওঠে প্রাক্তন রিয়াল মাদ্রিদ ও স্পেনের ফুটবলার করিম বেঞ্জেমার হাতে। ২০১৪-১৫ মরসুমে এই পুরস্কার জেতেন লিওনেল মেসি