কৈশোরের প্রেমও যে পরিণতি পায়, তাঁর বড় উদাহরণ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ও সোনম ভট্টাচার্য।
দীর্ঘ ১৩ বছর প্রেম চুটিয়ে করেছেন সুনীল ছেত্রী ও সোনম ভট্টাচার্য। তার পর ২০১৭ সালে সোনম ও সুনীলের বিয়ে হয়েছে।
মোহনবাগান ক্লাবের কোচ সুব্রত ভট্টাচার্যর অধীনে খেলার সময় তাঁর মেয়ে সোনম প্রথম সুনীল ছেত্রীকে মেসেজ করেছিলেন।
কোচের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াবেন ভাবেননি সুনীল। তাই শুরুর দিকে সোনমের সঙ্গে কথা বলতে ভয় পেতেন সুনীল।
ধীরে ধীরে সুনীল এবং সোনমের বন্ধুত্ব গাঢ় হয়। সেখান থেকেই প্রেম এবং শেষ অবধি ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়।
সদ্য সুনীল ও সোনমের প্রথম সন্তানের জন্ম হয়েছে। এখন ভারত অধিনায়কের পরিবারে খুশির হাওয়া। তাঁদের সন্তানের জন্মের ১১ দিন পর ছেলের নামকরণ করেছেন সুনীল-সোনম।
সুনীল জানান, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তিনি ও সোনম মা-বাবা হয়েছেন। কখনও তাঁরা আশা ছাড়েননি। এখন তাঁদের পরিবার পূর্ণ হল।
ছেলের নামকরণ করিয়েছেন সুনীল ও সোনম। তারপর জানিয়েছেন, তাঁদের একমাত্র ছেলের নাম রাখা হল ধ্রুব। তাঁদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে।