ইন্ডিয়ান সুপার লিগের এ মরসুমের অনেক ম্যাচই হয়েছে। টুর্নামেন্ট এখনও মাঝপথে বলা যায় না। এখনও অবধি সবচেয়ে বেশি গোল কেরালা ব্লাস্টার্সের ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের। ৯ ম্যাচে ৬ গোল তাঁর।
এ বারের আইসএলে সবচেয়ে বেশি গোলের তালিকায় এরপরই রয়েছেন মুম্বই সিটি এফসির জর্জে রোল্যান্ডো পেরেরা দিয়াজ। এক ম্যাচ বেশি অর্থাৎ দশ ম্যাচে তাঁর গোল সংখ্যাও ৬টি। দিমিত্রিয়সের সঙ্গে দারুণ টক্কর হতে পারে।
টিম হিসেবে আইএসএলে ধারাবাহিক নয় ইস্টবেঙ্গল। তবে সর্বাধিক গোলের নিরেখে তৃতীয় স্থানে রয়েছেন লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। ১০ ম্যাচে পাঁচটি গোল করেছেন। গত মরসুমে ইস্টবেঙ্গলের সর্বাধিক গোল স্কোরার ছিলেন ক্লেটন।
ক্লেটনের পরই রয়েছেন ড্য়ানিয়েল চিমা। জামশেদপুর এফসির এই ফুটবলারও ১০ ম্যাচে ৫ গোল করেছেন। যে ফর্মে রয়েছেন দ্রুতই হয়তো ক্লেটনকে ছাপিয়েও যেতে পারেন ড্যানিয়েল চিমা।
খেলেছেন মাত্র সাত ম্যাচ। ইতিমধ্যেই চারটি গোল এফসি গোয়ার ফরোয়ার্ড নোয়ার। যুবভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন নোয়া। বড় ব্যবধানে জিতেছিল গোয়া।
সর্বাধিক গোলের তালিকায় রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টসের জেসন কামিংস। কাতার বিশ্বকাপে খেলা এই অজি তারকা ৮ ম্যাচে ৪ গোল করেছেন। মোহনবাগান ছন্দে থাকলেও গত দু-ম্যাচ হেরেছে তারা।
চোট আঘাতে জর্জরিত মোহনবাগান। সীমিত শক্তি নিয়ে গত দু-ম্যাচে হতাশ করেছে ফেরান্দোর দল। কামিন্স অবশ্য ভরসা দিচ্ছেন। আরও সময় পেলে মোহনবাগানের ভরসা হয়ে উঠবেন।