LEO Messi MIAMI

দিনকয়েক আগে ইন্টার মায়ামিতে লিওনেল মেসির ডেবিউ হয়েছে।

Leo Messi named Sandwich

মেসির পরিবারও তাঁর সঙ্গে মায়ামিতেই রয়েছে। 

Messi enjoys Messi Sandwich with his sons

এ বার মায়ামিতে মেসি তাঁর ছেলেদের সঙ্গে 'মেসি স্যান্ডউইচ' খেলেন। 

Messi named Sandwich

মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ড রক ক্যাফেতে পাওয়া যাচ্ছে 'মেসি চিকেন স্যান্ডউইচ'।

এর আগে হার্ড রক ক্যাফে নিয়ে এসেছিল 'মেসি বার্গার'।

এ বার মেসি চিকেন স্যান্ডউইচও চলে এল বাজারে। 

যুক্তরাষ্ট্রের খাদ্যরসিকরা পৌঁছে যাচ্ছেন হার্ড রক ক্যাফেতে। এই মেসি স্যান্ডউইচের স্বাদ নেওয়ার জন্য।

এ বার নিজের নামের চিকেন স্যান্ডউইচ খেয়ে দেখলেন এলএম টেন।