মহিলাদের বিশ্বকাপে ইতিহাস গড়লেন মরক্কোর ফুটবলার নোহাইলা বেনজিনা।
এই প্রথম বার ফিফা মহিলা বিশ্বকাপে খেলছে মরক্কো।
মরোক্কান ফুটবলার নোহাইলা বেনজিনা মহিলাদের বিশ্বকাপে প্রথম বার হিজাব পরে খেললেন।
মহিলাদের ফুটবল বিশ্বকাপে এই ঘটনা বিরল।
ফিফা ২০১৪ সালে ধর্মীয় কারণে মাথা ঢেকে মাঠে নামার নিয়ম তুলে নেয়।
২৫ বছর বয়সী নোহাইলা বেনজিনা ২০১৭ সাল থেকে মরক্কোর জাতীয় দলের হয়ে খেলছেন।
হিজাব পরে বিশ্বকাপের ম্যাচে খেলতে নামায় নোহাইলা বেনজিনা সকলের প্রশংসা কুড়িয়েছেন।
মহিলাদের বিশ্বকাপে প্রথম জয়ের পর মরোক্কান ড্রেসিংরুমে বিরাট সেলিব্রেশন হয়েছে।
Morocco footballer's dressing room celebrations
Morocco footballer's dressing room celebrations