এই মাঠেই পায়ের জাদু দেখিয়ে বিশ্ববাসীকে মুগ্ধ করেছেন লিওনেল মেসি। এই মাঠেই দুরন্ত সব ম্যাচ উপহার দিয়েছেন রবার্ট লেওনডস্কিরা।
কথা হচ্ছে বার্সেলোনার ঘরের মাঠ নিয়ে। এই ঐতিহাসিক মাঠ, ফুটবলে সারাজীবন জনপ্রিয় থেকে যাবে তা বোধ হয় সবারই জানা।
মেসি বার্সা ছাড়ার পর এই মাঠ নিয়ে আলোচনা কম হলেও, তার জনপ্রিয়তা এক ফোঁটাও কমেনি।
এ বার ফের আলোচনায় উঠে এসেছে বার্সার মাঠ। কী কারণ? জানলে চোখ মাথায় উঠবে আপনার।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। বার্সেলোনার ঘরের মাঠে দুলকি চালে হাঁটছে বাঘ। ভাবা যায়!
কীভাবে মাঠের মধ্যে বাঘ ঢুকে পড়ল? বিশ্বাস করতে পারছেন না অনেকেই। বার্সেলোনার সোশ্যাল মিডিয়া পেজ থেকে ভিডিয়োটি আপলোড করা হয়েছে।
নেটিজেনদের একাংশ বিশ্বাসই করে উঠতে পারছেন না এটা জ্যান্ত বাঘ। কারও কারও দাবি এসব ক্যামেরার কারসাজি।
তবে আসল কারণটা অন্য। সম্প্রতি ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিটর রকিকে দলে নিয়েছে বার্সা। তাঁর ডাকনাম টিগ্রিনহো যার অর্থ খুদে বাঘ। দর্শকদের সামনে তাঁকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই পন্থা বেছেছে বার্সেলোনা।