1 November 2023
মেসির সাফল্যের ঝুলিটা ঠিক কেমন?
লিওনেল মেসি! নামটাই যথেষ্ট। যাঁর পায়ের জাদুতে বুঁদ ফুটবল বিশ্ব। মেসি মানে আবেগ, মেসি মানেই ম্যাজিক। কারও কাছে আবার তিনি ভগবান
ফুটবল জগতে এক কথায় রাজত্ব করে বেরাচ্ছেন তিনি। সাফল্য়ে ভরা তাঁর কেরিয়ার। উজ্জ্বল কেরিয়ারে কী-কী সাফল্য পেয়েছেন তিনি? চোখ বুলিয়ে নিন এক বার
সম্প্রতি অষ্টম বারের মতো ব্যালেন ডি'অর জিতেছেন এলএম টেন। প্রথম ২০০৯ সালে জিতেছিলেন এই পুরস্কার
তারপর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ আরও ছয় বার! মোট আট বার ব্যালন ডি'অর এলো লিওর হাতে। আবেগে ভাসছেন মেসি ভক্তরা
পায়ের জাদুতে এক বার দু'বার নয় ৭ বার বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য ম্যাতের খেতাব জিতে নিয়েছেন সবার প্রিয় লিওনেল মেসি
বর্নময় কেরিয়ারে রয়েছে আরও অনেক সাফল্য়। তার মধ্য়ে অন্যতম হল লা লিগাতে ৯ বার ম্য়াচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন
বিশ্বকাপের মঞ্চে দু'বার গোল্ডেন বলের খেতাবও রয়েছে লিওর ঝুলিতে। তাঁর হাত ধরেই ৩৬ বছর পর বিশ্বকাপ এসেছিল আর্জেন্টিনায়
ইউরোপিয়ান ন্য়াশেনাল লিগেও ৬ বার গোল্ডেন সু পেয়েছেন এলএম টেন। এ ছাড়া লরেস ওয়ার্ল্ড স্পোর্টস অ্য়াওয়ার্ড জিতে নিয়েছেন ২ বার
এর পাশাপাশি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে ২ বার ম্য়াচ সেরার খেতাব অর্জন করেছেন তিনি। কোপা আমেরিকাতেও ছাপ রেখেছেন। দু'বার মূল্য়বান ফুটবলারের পুরস্কার পান
আরও পড়ুন