২০০১ সালে আশুতোষ গোওয়ারিকর পরিচালিত আমির খান অভিনীত ‘লগান’ ভারতীয় সিনেমায় একটা মাইল্ডস্টোন।

১৯৭৮ সালে মুক্তি পাওয়া নার্গিস অভিনীত ‘মাদার ইন্ডিয়া’ বলিউড ছবি ইতিহাসে নিজের জায়গা করে রেখেছে।

১৯৮১ সালে মুক্তি পাওয়া ছবি ‘ক্রান্তি’ দেশত্মবোধক ছবি হিসেব একটা জায়গা করে রেখেছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

‘খেলে হাম জি জান সে’ ছবিতে চট্টোগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নায়ক মাস্টারদা সূর্য সেনের চরিত্রে অভিনয় করেন অভিষেক বচ্চন।

স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করেন অজয় দেবগণ।

‘মণির্কণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবিতে রাণী লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করেন কঙ্গনা রানাওয়াত।

আমির খান ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী ‘মঙ্গল পাণ্ডে’র চরিত্রে অভিনয় করেন।

বেন কিংসলে অভিনীত ‘গান্ধী’ ১৯৮২ সালে মুক্তি পায়। মহাত্মা গান্ধীর জীবনী মুলক আজও হিন্দি সিনেমার জগতে স্মরণীয়।

জে.পি দত্তার ‘বর্ডার’ হিন্দি সিনেমার একটি মাইল্ডস্টোন হয়ে রয়েছে।

‘১৯৪২ আ লাভস্টোরি’ স্বাধীনতার প্রেক্ষাপটে ভালবাসার গল্প বলে অনিল কাপুর-মণীষা কৈরালার এই ছবি। আর.ডি বর্মণের শেষ সুর করা এই ছবির গান আজও মুগ্ধ করে।