জলখাবারে খুবই প্রিয় একটি খাবার হল ফ্রেঞ্চ টোস্ট

বাড়িতে অতিথি এলেও বানিয়ে দিতে পারেন

স্লাইস পাঁউরুটি চার পিস নিয়ে ধার গুলো কেটে নিতে হবে

একটা বাটিতে ডিম নিয়ে ওর মধ্যে গুঁড়ো চিনি ২ চামচ, দারুচিনির গুঁড়ো আর ২ চামচ দুধ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন

এবার একটা পাত্রে ব্রেড স্লাইস রেখে ডিমের ব্যাটার দিয়ে ভিজিয়ে নিতে হবে

তাওয়াতে অল্প পরিমাণ বাটার নিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে

এবার একদম মিডিয়াম ফ্লেমে টোস্ট করে নিলেই তৈরি ফ্রেঞ্চ টোস্ট উপর থেকে মধু ছড়িয়ে দিন