বর্তমানে বেশিরভাগ বাড়িতেই ফ্রিজ রয়েছে।
তাতে বিভিন্ন সমস্যাও দেখা দেয়।
অনেক সময় জিনিসপত্র ঠিকভাবে ঠান্ডা হতে চায় না।
আবার কখনও বরফ জমতে চায় না।
এর কিছু বিশেষ কারণ আছে।
ফ্রিজের সেন্সর থার্মোস্ট্যাটে সমস্যা হতে পারে।
ফ্রিজের কম্প্রেসর খারাপ হতে পারে।
ফ্রিজের গ্যাস পাইপে লিক হয়েছে কি না দেখুন।
তাপমাত্রা কমানো আছে কি না দেখে নিন।