নতুন একটা বছর। নতুন করে প্রত্য়াশা বাজেট নিয়ে। প্রতি বছরের মতো এ বছরও ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
তবে এবারের বাজেট একটু আলাদা। কারণ চলতি বছরেই রয়েছে লোকসভা নির্বাচন। সেই কারণে এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না। এই বাজেটকে ভোট অন অ্যাকাউন্ট বাজেট বলা হয়।
ভারতীয় বাজেটের ইতিহাস বেশ দীর্ঘ। ব্রিফকেস দিয়ে শুরু হয়েছিল বাজেট, বর্তমানে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বাজেট ট্যাবলেটে বন্দি হয়েছে। কেমন ছিল বাজেট পত্রের যাত্রা?
ব্রিটিশ যুগ থেকে বাজেটপত্র আসত ব্রিফকেসে। ১৮৬০ সাল থেকে চামড়ার ব্রিফকেসে বাজেট পত্র আনা হত। গ্লাডস্টোন বক্স বলা হত এই ব্রিফকেসকে।
ব্রিটিশদের সেই চল ধরে রেখেই স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী আরকে শঙ্খমুখম চেট্টি ব্রিফকেসে বাজেট পত্র আনেন। বাকি অর্থমন্ত্রীরাও একই রীতি বজায় রাখেন।
চামড়ার ব্রিফকেসে বাজেটপত্র আনার চল চালু থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্রিফকেসের রঙ বদলেছে।
পরবর্তী সময়ে এই ব্রিফকেসের স্থান হয় মিউজিয়ামে। বাজেটপত্র আনা হয় লাল কাপড়ে মুড়িয়ে।
২০১৯ সালে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী হওয়ার পর প্রথম বাজেটেই তিনি ব্রিফকেসের বদলে বই-খাতায় বাজেটপত্র আনেন।
২০২১ সালে বই-খাতা পায় আধুনিকতার ছোঁয়া। ব্রিফকেসের বদলে ট্যাবলেটে বাজেট পেশ করা হয়।