মাসের বিশেষ কয়েকদিন মাসিকের জন্য সতর্ক থাকতে হয় মহিলাদের

পেটে ক্র্যাম্প, মুড সুইংসের মতো একাধিক সমস্য়ায় সম্মুখীন হতে হয়

জানেন কি এমন কিছু ফল রয়েছে যা এই ধরনের সমস্য়াকে নিয়ন্ত্রণে রাখে

 কলাতে রয়েছে ভিটামিন বি-৬। যা মুড সুইংস সামলায়

কমলা লেবুতে রয়েছে ভিটামিন সি যা এই সময় শরীর কে দুর্বলতার হাত থেকে রক্ষা করে

 আনারসে রয়েছে ব্রোমেলেইন। যা ক্র্যাম্প কমায়

এছাড়া এই সময় তরমুজ খেতে পারেন। এতে শরীর হাইড্রেটেড থাকে। ফলে এই সময় গা-বমির সমস্যা হয় না