গণপতি যেখানে স্থাপন করা হবে, সেখানে উজ্জ্বল আলো ব্যবহার করতে ভুলবেন না যেন। ট্রেন্ডি ও ভিনটেজ জাতীয় হ্যাংগিং বা বয়ামের মধ্যে আলো জ্বালিয়ে রাখতে পারেন।

বাড়ির অন্দরমহল সুন্দর করে সাজিয়ে তোলার জন্য কাগজ বা প্লাস্টিকের ফুল ব্যবহার করুন। এছাড়া ছোটখাটো গাছ দিয়ে নিজের বাগান ও ঘরের ভিতর সাজিয়ে তুলুন।

ঘরের মধ্যে সর্বত্র প্রচুর প্রাণবন্ত করে তোলার জন্য় কালারফুল কুশন ব্যবহার করুন।

সৃজনশীল ফ্রেমে পরিবার ও বন্ধুদের সঙ্গে বিশেষ মুহূর্তগুলি ফ্রেমবন্দ করে রাখুন।

অতিথিরা এলে কাগেজর ঠোঙায় নয়, কলাপাতা বা টেরাকোটার প্লেটে প্রসাদ পরিবেশন করতে পারেন। নিজেই রঙ-তুলি দিয়ে বানিয়ে ফেলতে পারেন।

ঘরের মধ্যে পুজো হলে রুম স্প্রে, ধূপ, অ্যারোমাথেরাপি ক্যান্ডেলগুলি ব্যবহার করতে পারেন।