হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্রের গুরুত্ব রয়েছে অনেক। রোজ গায়ন্ত্রী মন্ত্র জপ করলে সব ক্ষেত্রেই উন্নতি ঘটে।

ব্রাহ্মণদের কাছে গায়ত্রী মন্ত্র জপ করা বেদের সমান। পূর্ণলাভ করার জন্য রোজ এই মন্ত্র জপ করা উচিত।

ভূর্ভুবঃ স্বঃ তত্সবিতুর্বরেণ্যয়ং ভর্গো দেবস্য ধীমহী ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ। এই হল গায়ত্রী মন্ত্র।

কেরিয়ার, ব্যবসা, লেখাপড়া, তুখর বুদ্ধি লাভের জন্য রোজ গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারেন।  তবে এর রয়েছে কিছু নিয়ম।

সকালে উঠে স্নান সেরে বাসি জামাকাপড় ছেড়ে পরিষ্কার পোশাক পরুন। তারপর গায়ত্রী মন্ত্র জপ করুন।

সূর্যোদয়ের পরই করুন এই বিশেষ মন্ত্র। তবে সূর্যাস্তের পর একেবারেই জপ করবেন না।

ভোরবেলায় পূর্ব দিকে মুখ করে জপ করুন  গায়ত্রী মন্ত্র। দুপুর বা সন্ধ্যের সময় জপতে পারেন।

মেঝেতে নয়, মাদুর বা আসন পেতে মন্ত্র জপুন। লাভবান হবেন আপনিই।