এমন সমস্যায় ক্রিম ও তেল ব্যবহার করলেও কিছুক্ষণের মধ্যেই শুষ্ক হয়ে ওঠে।

ঘরোয়া প্রতিকারেই হবে শিশুর মতন নরম তুলতুলে হাতের ত্বক।

চিনির স্ক্রাব ব্যবহারে হাতের ত্বকের মৃত কোষ নির্মূল হয়ে যায়। আধ চামচ নারকেল তেলের সঙ্গে ১ চা চামচ চিনি মিশিয়ে হাতে ঘষুন। হাত ধুয়ে ময়েশ্চারাইজিং ক্রিম লাগান।

ডিমের কুসুম ত্বকের কন্ডিশনার হিসেবে ব্যবহৃত হয়। ত্বককে ময়েশ্চারাইজার রাখতেও সাহায্য করে।

হাইড্রেট করতে ভ্য়াসলিনের গুরুত্ব অনেক। রোজ ঘুমাতে যাওয়ার আগে হাত নরম রাখতে ভ্যাসলিন ব্যবহার করুন।

শুষ্কতার সমস্যা দূর করে অ্যালোভেরা জেল। ১৫-২০ মিনিটের জন্য রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।