নানা কারণে ঠোঁট তার প্রাকৃতিক গোলাপি আভা হারিয়ে ফেলে।

ঠোঁটে প্রাকৃতিক আভা ফিরিয়ে দিতে পারেন বেদানা।

একমুঠো বেদানা পিষে তার রস বের করে নিন।

বেদানার ওই রসে ঠোঁটে লাগিয়ে রাখুন।

শুকিয়ে ফেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

বেদানা ত্বকের মেলোনিন উৎপাদন কমিয়ে দেয়।

এতে ঠোঁটের কালচে ভাব কমে এবং গোলাপি আভা ফুটে ওঠে।