এক সপ্তাহের মধ্যেই খুশকি হবে উধাও! কীভাবে?
সঠিক সময়ে খুশকির সমস্যার ঠেকাতে না পারলে অকালে সব চুল ঝরে পড়ে যায়।
লেবুর রস ও দই একসঙ্গে পেস্ট করে মাস্কের মত করে প্রয়োগ করুন। সপ্তাহে ২ বার করুন।
নিম পাতার পেস্ট স্ক্যাল্পে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। শুকালে ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
কলা চটকে স্ক্যাল্পে ও চুলে লাগালে খুশকিমুক্ত হয় দ্রুত।
খুশকি দূর করতে অলিভ অয়েল তেল হিসেবে চুলের মধ্যে সরাসরি প্রয়োগ করতে পারেন।
ভেজা চুলে ও স্ক্যাল্পে বেকিং সোডা প্রয়োগ করতে পারেন। ২ মিনিট রাখার পরই ধুয়ে ফেলুন। ফল পাবেন দ্রুত।