গিজ়ারে কোনও ফুটো হয়ে গিয়েছে কি না দেখুন।

গিজ়ার থেকে জল বেরতে থাকলে, সেটির সার্ভিসিং করিয়ে নিন।

গিজ়ার ব্য়বহার করার সময় শক লাগলে, সেটি বন্ধ রাখুন।

গিজ়ার কিনে বেশিদিন ব্যবহার না করে ফেলে রাখবেন না।

তাতে গিজ়ারের ভিতরে আয়রনের আস্তরণ পড়ে যায়।

দেওয়াল থেকে কিছুটা ফাঁকা জায়গা রেখে গিজ়ারটি ইনস্টল করবেন।

সঠিকভাবে বৈদ্যুতিক সংযোগ হয়েছে কি না দেখে নেবেন।

বছরে অন্তত একবার হলেও গিজ়ারের সেফটি ভাল্‌বটির পরীক্ষা করুন।