শীতের সংক্রমণ থেকে নিজেকে দূরে রাখতে আদা-রসুনের চা পান করুন।
আদা-রসুনের মতো উপাদান দিয়েও চা তৈরি করা যায়।
আদা-রসুনের চা জ্বর, সর্দি-কাশির সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে।
শীতের দিনে এই চা পান করলে আপনার শরীরও গরম থাকবে।
সসপ্যানে জল গরম বসান। এতে ছোট এক টুকরো আদা ফেলে দিন।
১ চামচ রসুন থেঁতো করে দিয়ে দিন। ১/২ চামচ গোলমরিচ গুঁড়ো দিন।
জল ফুটিয়ে উঠলে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা করে পান করুন আদা-রসুনের চা।