এই নতুন ফোনটির নাম জিওনি জি১৩ প্রো, যা দেখতে অনেকটাই আইফোন ১৩-র মতো।

পারফর্ম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি ইউনিসক টি৩১০ এসওসি প্রসেসরের সাহায্য়ে।

ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।

সেলফির জন্য থাকছে একটি ৫ মেগাপিক্সেল সেন্সর। 

একটি ৩,৫০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। 

সফ্টওয়্যারের হিসেবে এই ফোনে রয়েছে হারমনিওএস আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম।