জন্মদিনের আগের দিনই ভিকির হাত ধরে প্রিয় সমুদ্র তট মালদ্বীপে পাড়ি ক্যাটরিনার।
ক্যাটরিনা তাঁর জন্মদিনের ছবি ভাগ করলেন। কিন্তু সেই ছবিতে ভিকি নেই।
ভিকির ভাই সানি তাঁর বান্ধবী শর্বরী, ক্যাটের আরও গার্লস গ্যাং রয়েছে ছবিতে।
শুধু ভিকি নেই। পোস্টে না থাকলেও নিজের ইনস্টাতে ভিকি ক্যাটের উদ্দেশ্য লিখেছেন, 'বার বার দিন ইয়ে আয়ে, বার বার দিল ইয়ে গায়ে...হ্যাপি বার্ডে মাই লাভ'।
ভিকির পোস্ট দেখে খুশি ভক্তকুল, কিন্তু প্রশ্ন সেই থেকেই যাচ্ছে তিনি কেন জন্মদিনের পার্টির ছবিতে নেই!