নখের ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখুন!পুরনো নেলপলিশ তুলে নতুন নেলপলিশ পরার মাঝে ১ দিনের ব্যবধান রাখুন।একটানা নখে নেলপলিশ পরে থাকলে নখের ক্ষতি হতে পারে।নেলপলিশের রাসায়নিক পদার্থ নখ নষ্ট করে দেয়।নখের উপরিতল খসখসে হয়ে যায়।এক রাত যদি নখ ফাঁকা রাখেন তাহলে রক্তচলাচল ভাল হবে।