অনেকেরই আটার তৈরি খাবারে সমস্যা থাকে
সেক্ষেত্রে বাড়িতেই তৈরি করে নিন এই বিশেষ আটা। হাফ কাপ বেসন, হাফ কাপ জোয়ারের আটা, হাফ কাপ ওটসের গুঁড়ো, ২ চামচ ফ্ল্যাক্স সিডস গুঁড়ো একসঙ্গে ইষদুষ্ণ জলে মেখে নিন
এবার মাখা ১৫ মিনিট রেখে দিন
১৫ মিনিট রাখার পর লেচি কেটে সেখান থেকে রুটি বানিয়ে নিন। এই রুটি তাওয়ায় ভাল করে সেঁকে নিলেই চলবে
ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে ভীষণ ভাল এই মাল্টিগ্রেন রুটি