আন্তর্জাতিক ক্রীড়াজগতে ফের একবার ভারতের নাম উজ্জ্বল করলেন এই সোনার মেয়ে।
ফুডি চানু হিসেবেই বেশি পরিচিত মীরাবাঈ।
খেলার জন্য কড়া ডায়েট করলেও খেতে ভালবাসেন পিত্জ্জা।
নিজের বাড়িতে থাকলে চামচ দিয়ে নয়, দেশি কায়দায় ভাত, ডাল, তরকারি, কারি খেতেই বেশি পছন্দ করেন চানু।
সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রোফাইল দেখলে বুঝবেন চানু সত্যিকারের ফুডি।
ঘরের তৈরি রান্নাই বেশি পছন্দ তাঁর। টোকিয়ো অলিম্পিকে রুপো জিতে ঘরের রান্না খেতেই বেশি পছন্দ করেছিলেন তিনি।
ব্রেকফাস্টের সময় পাতে থাকে ডিম, পাউরুটি,অ্যাভোকাডো-সহ পাঁচরকম ফল।
লাঞ্চে মাছ ও পর্ক বেলি খেতেই বেশি পছন্দ করেন।