ভারতে খুব তাড়াতাড়ি গুগল পিক্সেল ৬এ লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে।
টিপস্টার মুকুল শর্মা টুইটারে আভাস দিয়েছেন গুগল পিক্সেল ৬ ফোনের ভারতে লঞ্চের প্রসঙ্গে।
গুগল কর্তৃপক্ষ ভারতে পিক্সেল ৫ এবং ৬ সিরিজের লঞ্চ বাতিল করেছিলেন কম চাহিদার জন্য।
প্রাথমিক ভাবে পিক্সেল ৬ সিরিজ ভারতে লঞ্চ না হলেও এবার পিক্সেল ৬এ ফোন সম্ভবত ভারতে আনতে চলেছে গুগল সংস্থা।
গুগল পিক্সেল ৪এ ফোনের পর ফের গুগলের পিক্সেল সিরিজের কোনও ফোন ভারতে আসতে চলেছে।