এই ফোনে রয়েছে একটি 6.1 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60Hz। 

পারফরম্যান্সের জন্য এই পিক্সেল মডেলে দেওয়া হয়েছে GS101 SoC।  পেয়ার করা হয়েছে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। 

অত্যন্ত শক্তিশালী একটি 4,306mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 18W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে।

প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 12.2MP সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা। 

সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে।

Google Pixel 6a ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে 43,999 টাকা দামে।