Google Pixel 7a সদ্য ভারতে লঞ্চ হয়েছে।
অনেক কম দামে ফোনটি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।
ভারতে স্মার্টফোনটির দাম রয়েছে 43,999 টাকা।
আপনি এই ফোনে 38,000 টাকা ছাড় পেয়ে যাবেন।
HDFC ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে অতিরিক্ত 4,000 টাকা ছাড় পাবেন।
পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 34,000 টাকা ছাড় পাবেন।
তখন 6 হাজার টাকারও কমে কিনতে পারবেন এই ফোন।