খুব হাল্কা, ইন-ইয়ার ডিজ়াইনের এই ইয়ারবাডে পাওয়ারের জন্য রয়েছে 11mm ড্রাইভার এবং অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশেন।
এই ওয়্যারেবলে রয়েছে ট্রান্সপারেন্সি মোড, যা ব্যবহারকারীদের পারিপার্শ্বিকের শব্দও শুনতে দেবে।
এই TWS ইয়ারবাডসে 11 ঘণ্টার লাগাতার মিউজিক প্লেব্যাক অফার করা হচ্ছে, যা আপনি একবার চার্জ দিলেই পেয়ে যাবেন।
মাল্টিপয়েন্ট কানেক্টিভিটির মাধ্যমে একাধিক ডিভাইসে একই সঙ্গে কানেক্ট করা যাবে এই ওয়্যারেবল।
Google Pixel Buds Pro TWS ইয়ারবাডটি ভারতে লঞ্চ করা হয়েছে 19,990 টাকা দামে।