Beta আপডেটের মাধ্যমে ভারতে Google Pixels ইউজ়াররা শীঘ্রই 5G সাপোর্ট পাবে।

Google Pixel 6a, 7 এবং 7 Pro ইউজ়াররা Beta আপডেট করে 5G-র সুবিধা নিতে পারবে।

Pixel ফোন ব্যবহারকারীদের 5G সার্ভিস পেতে অ্যান্ড্রয়েড 13 QPR2 Beta 2 লাগবে।

5G নেটওয়ার্ক লঞ্চের প্রায় 3 মাস পর Google এই সুবিধা আনছে।

অ্যাপল, স্যামসাং ও শাওমি ইতিমধ্যেই 5G ফোন ভারতের বাজারে এনেছে।

ইউজ়াররা আরও উন্নত নেটওয়ার্ক ও ডেটা স্পিডের সুবিধা নিতে পারবে।

2023 সালের প্রথমার্ধেই Google 5G সাপোর্ট দেবে Pixel ফোনগুলিতে।