Gmail অ্যাকাউন্ট যদি আপনার কাছে গুরুত্বের হয়, তাহলে Google বড় খবর নিয়ে এসেছে।
অজস্র Gmail অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি।
শুধু জিমেলই নয়। সেই সঙ্গেই আবার Google Photos অ্যাকাউন্টও ডিলিট করা হবে।
2023 সালের ডিসেম্বর মাস থেকেই জিমেল ও গুগল ফটোজ় অ্যাকাউন্ট বন্ধ করার কাজ শুরু হবে।
এখন সবথেকে বড় প্রশ্ন হল, কোন কোন জিমেল অ্যাকাউন্ট বন্ধ করা হবে।
দু'বছর ধরে খোলা হয়নি, এমন জিমেল অ্যাকাউন্টগুলিকে বন্ধ করতে চলেছে গুগল।
কিছু কিছু আবার এমন অ্যাকাউন্টও বন্ধ করা হবে, যেগুলি এক বছর ধরে খোলা হয়নি।
এর মাধ্যমে সমগ্র জিমেল ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বাড়ানো যাবে বলে জানিয়েছে গুগল।