এবার থেকে রেশন দোকানেই মিলবে রান্নার গ্যাস। আসন্ন বাজেটে এই বিষয়টির উল্লেখ থাকবে বলে সূত্রের খবর।
শুক্রবার দিল্লির বঙ্গ ভবনে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে জানানো হয়েছে রেশনে পাঁচ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে।
রান্নার গ্যাস রেশন দোকান থেকে মিললেও তাতে দাম খুব একটা কম হতে চলেছে, এমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
তবে গ্যাস সিলিন্ডার বাড়ি পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা সুরাহা মিলবে আমজনতার।
শুধু সিলিন্ডারই নয়, এর পাশাপাশি কিছু অত্যাবশ্যকীয় পণ্যও নাফেডের ন্যায্য মূল্যের দোকান থেকে যাতে দেওয়ার ব্যবস্থা করা যায়, সেই নিয়েও আলোচনা চলছে।