গ্রানোলা ফ্রুট স্মুদি প্রোটিনে ভরপুর। কোভিড থেকে ভুগে উঠলে রোজকার ডায়েটে রাখতে পারেন এ স্মুদি

গ্রানোলা স্মুদির মধ্যে থাকে ওমোগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, যা আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। হার্টের জন্যও খুব ভাল এই গ্রানোলা

গ্রানোলা, দারচিনি, টকদই, কলা, ফ্লেক্সসিডস, মধু দিয়ে বানিয়ে নিন বিশেষ এই স্মুদি

ইচ্ছে হলে বেশ কিছু পছন্দের ফলও এতে মিশিয়ে নিতে পারেন