টানা সাতমাস ধরে মেরামত ও রক্ষণাবক্ষণের পর ,৩০ অক্টোবর ভেঙে পড়ে গুজরাতের মোরবি ঝুলন্ত সেতু।

মুহূর্তের মধ্য়ে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। এখনও পর্যন্ত ১৪০ জন মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

মেরামতের পর মাত্র ৪ দিন আগেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল এই হ্য়াঙ্গিং সেতুটি। এখনও পৌরসভার ফিটনেস সার্টিফিকেট পায়নি।

রাজকোট থেকে মাত্র ৬০ কিমি দূরে অবস্থিত মাচ্ছু নদীর তীরে মোরবি। এটি একটি জেলার প্রশাসনিক সদর হিসেবে কাজ করে।

ভারতের প্রায় ৭০ শতাংশ সেরামিকের জিনিস তৈরি হয় এখানে। এই এলাকার সেরামিক টাইলস মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও পূর্ব এশিয়ার দেশগুলিতে রপ্তানি করা হয়। বার্ষিক আয় প্রায় ৫০ হাজার কোটি টাকা। রপ্তানিতে আয় প্রায় ১৫ হাজার কোটি টাকা।

১৮৭৯ সালে স্যার ওয়াঘদি রাভাজি ঝুলতো পুল নামে পথচারীদের জন্য একটি ঝুলন্ত সেতু নির্মাণ করেন।

গোটা মোরবি শহরের নকশা ও নির্মাণের কৃতিত্বের পিছনে রয়েছে স্যার ওয়াঘদি  রাভাজি। তিনিই প্রথম আর্ট ডেকো প্যালেস তৈরি করেছিলেন।

ওই ঝুলন্ত সেতুটি প্রযুক্তির এক বিস্ময় বলে মনে করা হয়েছিল। ১৯ শতকে নির্মিত এই সেতু তাঁর শাসনকালের উন্নত স্থাপত্যের প্রতিফলিত হতে থাকে।